ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

অধিভুক্তদের এমবিএতে ভর্তি না করার জন্য অবস্থান ধর্মঘট  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ (বিএস) অনুষদের  শিক্ষার্থীরা চার দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। 

বুধবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৬ষ্ঠ দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।  

তাদের চার দফা দাবিগুলো হলো- হাবিপ্রবির অধিভুক্ত কলেজ শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের স্নাতক ও স্নাতকোত্তরের সনদ আলাদাকরণ, হাবিপ্রবির এমবিএ ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের পরিবর্তে বিজনেস স্টাডিজ অনুষদের নিজ নিজ বিভাগে প্রদান, হাবিপ্রবি ব্যতীত অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে হাবিপ্রবির নিয়মিত এমবিএতে ভর্তির সুযোগ না দেওয়া এবং এমবিএ ভর্তির নীতিমালা সংস্কার করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা।   

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাখো শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে ভর্তির সুযোগ পায়, সেখানে কোনরকম ভর্তি পরীক্ষা ছাড়াই কলেজের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সনদ প্রদান ও নিয়মিত এমবিএর সমমান পর্যায়ে নিয়ে আসা কোনভাবেই আইন বা নিয়ম হতে পারে না।’

সামিউল নামের এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক দাবি নিয়ে আমরা রোদ বৃষ্টি উপেক্ষা করে আজ ষষ্ঠ দিনের মতো আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি । আমরা কোন অন্যায় দাবি নিয়ে আসি নাই ।

তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ে যে নিয়মের মধ্যে অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ভর্তি করানো ও একই সনদ দেওয়া হয় তা দেশের অন্যকোন বিশ্ববিদ্যালয় হতে দেওয়া হয় কি না তা আমার মনে হয় না । আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো দ্রুত একাডেমিক কাউন্সিলের মাধ্যমে বিষয়টি সমাধান করতে।

অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আরো কঠোর কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। 

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি